৫ আগস্ট, ২০২৪ ০৮:৩৭

আলকারাসকে হারিয়ে জোকোভিচের স্বর্ণ জয়

অনলাইন ডেস্ক

আলকারাসকে হারিয়ে জোকোভিচের স্বর্ণ জয়

চলতি বছরটা কোনোভাবেই ভালো কাটছিল না নোভাক জোকোভিচের। অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন থেকে খালি হাতে ফিরতে হয় রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকাকে। এরপর উইম্বলডনের ফাইনালে হেরে যান কার্লোস আলকারাসের কাছে। অলিম্পিক ফাইনালে আবারও আলকারাসই তার বাধা হয়ে দাঁড়ান। কিন্তু সেই বাধা টপকে ঠিকই স্বর্ণপদকে নিজের নামটা লিখে ফেলেন তিনি। অলিম্পিকে পঞ্চমবারের চেষ্টায় প্রথমবারের মতো পেলেন এই স্বাদ।

আলকারাসকে ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-২) গেমে হারিয়ে প্যারিস অলিম্পিকে ছেলেদের একক ইভেন্টে সোনা জিতেছেন এই সার্বিয়ান তারকা।

২ ঘণ্টা ৫০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে লাল মাটির কোর্টেই হাঁটু গেড়ে কান্নায় ভেঙে পড়েন জোকোভিচ। চোখ দিয়ে পানি গড়িয়েছে আলকারাসেরও। দুই মাস আগে এখানেই ফ্রেঞ্চ ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। কিন্তু অলিম্পিকে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ইতালির লরেঞ্জো মুসেত্তি।

জোকোভিচের আগে নারী-পুরুষ মিলিয়ে চারটি গ্র্যান্ডস্ল্যাম জেতার পাশাপাশি অলিম্পিকে সোনা জয়ের কীর্তি ছুঁয়েছেন রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস, আন্দ্রে আগাসি ও স্টেফি গ্রাফ।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর