দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে তারা এগিয়ে ছিল ১২ রানে। এতে জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্য পেয়েছে টাইগাররা।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৬২ রান।
১২ রানে এগিয়ে থেকে গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে ৯ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে দলটি। এরপরেই তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা।
চতুর্থ দিন আজ সোমবার শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের পেসাররা। মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে এত অল্প রানে থামাতে পারার কৃতিত্ব বাংলাদেশের পেসারদের।
পাকিস্তানের ১০টি উইকেটই নিয়েছেন তিন পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এর মধ্যে হাসান মাহমুদ টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ৫ উইকেট নিতে তিনি ১০.৪ ওভার বোলিং করে দিয়েছেন ৪৩ রান।
এ ছাড়া নাহিদ রানা নিয়েছেন চার উইকেট এবং তাসকিন আহমেদ পেয়েছেন একটি উইকেট।
বিডি প্রতিদিন/এমআই