ফের একবার দেশের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলার নারী ফুটবলাররা। সম্প্রতি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। এবার বিসিবিতে দেখা গেল সাফজয়ী নারী ফুটবল দলের দুই তারকা সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমাকে।
আজ রোববার (১০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয় পরিদর্শন করেছেন নারী ফুটবলের দুই তারকা। হোম ক্রিকেটে তাদের স্বাগত জানান জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
সেখানে এক অনুষ্ঠানের জন্য নিগার সুলতানা জ্যোতির সঙ্গে খেলার নানান দিক নিয়ে গল্প করেছেন দুজন। অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকায় ছিলেন নিগার নিজেই। আর সাবিনা ও ঋতুপর্ণা নিজের কথা বলে গেছেন।
নিগার সুলতানা জ্যোতি দুই নারী ফুটবলারকে ঘুরে ঘুরে বিসিবি কার্যালয়, মাঠ এবং অন্যান্য যা যা আছে-সব কিছু দেখান।
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ক্রিকেট খেলারও চেষ্টা করেন। বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাবিনা এবং ঋতুপর্ণার স্কিল দেখে বিস্মিত হন নারী দলের অধিনায়ক জ্যোতি।
বিডি প্রতিদিন/নাজমুল