ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে চোট পাওয়ার পর রেগে গিয়ে একটি চেয়ার ভেঙে ফেলায় শাস্তি পেয়েছেন রিস টপলি। আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য ইংল্যান্ডের এই পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
বারবাডোজে গত শনিবারের ওই ম্যাচের পঞ্চম ওভারে তৃতীয় বল করার পর পা পিছলে হাঁটুতে আঘাত পান টপলি। ওই বলে ছক্কাও হজম করেন তিনি। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। আবার খেলা শুরু হলে বোলিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেন টপলি। চতুর্থ বলে তাকে আরেকটি ছক্কা মারেন রভম্যান পাওয়েল। টপলি আর খেলা চালিয়ে যেতে পারেননি। যখন তিনি মাঠ ছেড়ে প্যাভিলিয়নের সিঁড়ি বেয়ে উঠছিলেন, তখন একটি চেয়ার তুলে সিঁড়ির পাশের হাতলে আঘাত করে তা ভেঙে ফেলেন।
গত ওয়ানডে বিশ্বকাপের সময়ও প্রায় একইরকম কাণ্ড ঘটিয়েছিলেন টপলি। হাতে চোট পেয়ে মাঠ ছাড়ার পর একটি চেয়ার তুলে ফেলে দিয়েছিলেন তিনি। সে যাত্রায় শাস্তি থেকে রক্ষা পেলেও, এবার আর তা হয়নি। আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের জন্য তার শাস্তির কথা মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাটি। নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেন টপলি। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
২৪ মাস সময়ের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন টপলি। দুই বছর সময়ের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট কেউ পেলে তা রূপ নেয় সাসপেনশন পয়েন্টে। কোনো ক্রিকেটার দুটি সাসপেনশন পয়েন্ট পেলে তিনি এক টেস্ট বা দুই ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ হন, যেটা আগে আসে।
স্ট্রেস ফ্র্যাকচারসহ ক্যারিয়ারে অসংখ্যবার চোটে পড়েছেন টপলি। চোটের কারণেই তিনি খেলতে পারেননি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৩০ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি খেলেছেন ৩০ বছর বয়সী এই পেসার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ