ক্যারিয়ারের প্রায় পুরোটাই রোহিত শার্মা ও বিরাট কোহলির নেতৃত্বে খেলেছেন জাসপ্রিত বুমরাহ। দুই সতীর্থের দল পরিচালনার কৌশল, ধরন খুব কাছ থেকে দেখেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাদের থেকে শিখেছেন অনেক কিছুই। তবে নিজের অধিনায়কত্বে রোহিত-কোহলির ছায়া দেখতে চান না বুমরাহ। বোলিংয়ের মতো দল পরিচালনায়ও নিজের সহজাত প্রবৃত্তিকেই প্রাধান্য দেবেন ভারতীয় তারকা পেসার।
বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখার অভিযানের শুরুতে নিয়মিত অধিনায়ক রোহিতকে পাচ্ছে না ভারত। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি তিনি। গত শুক্রবার পৃথিবীর আলোয় এসেছে রোহিত-রিতিকা দম্পতির দ্বিতীয় সন্তান। এখনও ভারতে থাকা রোহিতের দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। অধিনায়কের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক বুমরাহ। পার্থে শুক্রবার শুরু দুই দলের মাঠের লড়াই।
ভারতের অধিনায়কত্ব করার তেমন অভিজ্ঞতা নেই বুমরাহর। এখন পর্যন্ত কেবল তিনটি ম্যাচ তার নেতৃত্বে খেলেছে দলটি। যেখানে একটি টেস্টও রয়েছে। ২০২১-২২ মৌসুমে দুই ভাগের ইংল্যান্ড সফরের পঞ্চম ও শেষ টেস্টের আগে রোহিত কোভিড-১৯ আক্রান্ত হলে সুযোগটি পান বুমরাহ। ম্যাচটি হেরে যায় ভারত। অস্ট্রেলিয়া সফরের শুরুতেই তাই বুমরাহর সামনে কঠিন চ্যালেঞ্জ। বোলিংয়ের পাশাপাশি তার কাঁধে থাকবে নেতৃত্বের বাড়তি চাপও। কীভাবে সামাল দেবেন তিনি, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংবাদ সম্মেলনে তুলে ধরলেন সেটা।
তিনি জানান, “নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে, আপনি কাউকে অন্ধভাবে অনুকরণ করতে পারবেন না। অবশ্যই তারা দুজনই (রোহিত ও ভিরাট) খুব সফল এবং অনেক ভালো ফলাফল পেয়েছে, তবে আমার পথ… বোলিংয়ের ক্ষেত্রেও কোনো কপিবুক পরিকল্পনা অনুসরণ করিনি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কখনও কাউকে আদর্শ হিসেবে অনুসরণ করিনি এবং আমার সহজাত প্রবৃত্তিতে চলি। আমি সবসময় এভাবেই ক্রিকেট খেলেছি।”
বুমরাহ আরও বলেন, “সহজাত প্রবৃত্তি এবং সাহসের উপর আমার অনেক বিশ্বাস রয়েছে, তাই আমি এটা নিয়েই মাঠে নামি। একজন বোলার হিসাবে আপনি সব সময় অনেক পরিকল্পনা করেন, আপনার কী করতে হবে এবং খেলার সময় কীভাবে মানিয়ে নিতে হবে সে সম্পর্কে আপনি ভালোভাবে জানেন। আমি যতটা পারি এই সব কিছুই সামাল দেওয়ার চেষ্টা করি।”
অস্ট্রেলিয়া সফরে এবার পাঁচ টেস্ট খেলবে ভারত। দেশটিতে আগের দুই সফরে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল উপমহাদেশের দলটি। সব মিলিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফির সবশেষ চার সিরিজেই জিতেছে ভারত।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ