চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। এই দুই দলের মধ্যকার ম্যাচ যেকোনো ধরনের প্রতিযোগিতাতেই ভিন্ন মাত্রা যোগ করে। আর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট হলে তো কথায় নেই।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টায় মাঠে গড়াবে এই মাদ্রিদ ডার্বি।
ম্যাচটিতে ভিন্ন মাত্রা যোগ করতে যাচ্ছেন দুই মাদ্রিদের দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও হুলিয়ান আলভারেজ।
রিয়াল এই মৌসুমে কোনো ম্যাচে দারুণ পারফরম্যান্স করছে তো আবার আরেক ম্যাচে পা হড়কাচ্ছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলটিকোর বিপক্ষে নামার আগে তাই সতর্ক লস ব্ল্যাঙ্কসরা।
এবারের লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুইবারের মুখোমুখিতে জয় মেলেনি রিয়ালের। তবে চ্যাম্পিয়নস লিগে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বরাবরই রেকর্ড ভালো রিয়ালের। দিয়াগো সিমিওনে দায়িত্ব নেওয়ার পর অ্যাটলেটিকোর বিপক্ষে হেরে কখনো চ্যাম্পিয়নস লিগের নকআউট থেকে বাদ পড়তে হয়নি রিয়াল মাদ্রিদের।
এই মৌসুমে স্প্যানিশ লিগে রিয়ালের বিপক্ষে দুবার ড্র করলেও চ্যাম্পিয়নস লিগে নগর প্রতিদ্বন্দ্বীদের এগিয়েই রাখছেন অ্যাটলেটিকোর কোচ সিমিওনে।
তিনি বলেন, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাস অসাধারণ এবং আগামীকাল আমাদের সামনে একটা বড় সুযোগ। দারুণ প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে অনেক সম্মানের ম্যাচ এটা। আমি বুঝতে পারি যে, তারা আমাদের একইভাবে সম্মান করে। এটা যদি অন্য লিগের একটি দল হতো, তাহলে আমরা এই বিষয়গুলো বলতাম না।
সবশেষ মাদ্রিদ ডার্বির আগে রেফারিং নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটেছিল এই ম্যাচে সেই সম্ভাবনা নেই। এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন ফ্রেঞ্চ রেফারি ক্লেমেন ত্রুপিন।
বিডি প্রতিদিন/কেএ