মৌসুমটা বেশ বাজে কাটছে ম্যানচেস্টার সিটির। এরই মধ্যে দলটি পেল বড় এক দুঃসংবাদ। ডিফেন্ডার নাথান আকে অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে প্রায় ১১ সপ্তাহ সময় নিতে পারেন বলে জানিয়েছেন কোচ পেপ গুয়ার্দিওলা।
প্রিমিয়ার লিগে শনিবার নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে সিটি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ডাচ ডিফেন্ডারের চোট পরিস্থিতি নিয়ে জানালেন গুয়ার্দিওলা।
“যখন কারো অস্ত্রোপচার হয়, তখন ব্যাপারটা গুরুতর। এই মৌসুমে পায়ের সমস্যা নিয়ে সে খুব ভুগেছে। (ক্লাবের চিকিৎসকরা) বলেছে, তার মাঠে ফিরতে ১০ বা ১১ সপ্তাহ লাগতে পারে।”
পেশির চোটে এক মাসের বেশি সময় বাইরে থাকার পর ফেব্রুয়ারির শেষ দিকে মাঠে ফেরেন আকে। এরপর কেবল দুটি ম্যাচ খেলতে পারেন তিনি। এফএ কাপের পঞ্চম রাউন্ডে প্লাইমাউথের বিপক্ষে পায়ে চোট পাওয়ার পর গত মঙ্গলবার অস্ত্রোপচার হয় তার পায়ে।
লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে অনেক পিছিয়ে পড়া সিটির নজর এখন আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করার দিকে। আকের পাশাপাশি অন্য দুই ডিফেন্ডার জন স্টোন্স ও মানুয়েল আকঞ্জিও মাঠের বাইরে থাকায় কাজটা সহজ নয়।
পয়েন্ট তালিকায় তিনে থাকা নটিংহ্যামের বিপক্ষে নতুন আসা দুই তরুণ আব্দুখোদি কুজানভ ও ভিতো হেইসের ওপর রক্ষণের জন্য ভরসা করতে হবে সিটির। তাদের ওপর আস্থা আছেও গুয়ার্দিওলার। “খুসানভের প্রভাব সত্যিই খুব ভালো ছিল। প্লাইমাউথের বিপক্ষে ভিতো খুব ভালো খেলেছিল। একাডেমির কয়েকজন সেন্টার-ব্যাক এখন আমাদের সঙ্গে খেলতে আসবে।”
বিডি প্রতিদিন/নাজিম