বিভিন্ন সফটওয়্যারের ট্রায়াল ভার্সন আমরা অহরহ ব্যবহার করি। সমস্যা হচ্ছে এই ভার্সনগুলোর মেয়াদ থাকে সাধারণত ১৫ দিন থেকে তিন মাস। এরপর আবার নতুন ভার্সন ডাউনলোড করে নিতে হয়। অনেক সময় ওই সফটওয়ার ফের ব্যবহার করতে কম্পিউটারে নতুন করে উইন্ডোজ দিতে হয়। তবে চাইলে এগুলো আরও বেশিদিন ব্যবহার করা যায়। আসুন জানি সেটা কীভাবে-
কাজটির জন্য প্রথমেই এই লিঙ্ক থেকে সফটা ডাউনলোড করে নিন:http://adf.ly/sTiWU
তারপর rar file unrar করুন। এখন RunAsDate.exe এর উপর ডাবল ক্লিক করুন। তারপর Browse… ক্লিক করুন। নতুন ইউন্ডো আসবে। এখন প্রোগ্রাম ফাইলে গিয়ে ফাইলটা locate করে দিন। date and time এর ঘর থেকে কতদিন পর্যন্ত রান করবেন তা নির্ধারণ করে দিন।
Create desktop shortcut এর ঘরে shortcut এর নাম লিখুন। তারপর Create desktop shortcut বাটুনে চাপুন। এখন desktop এ একটি shortcut হয়েছে। এই shortcut এর মাধ্যমে আপনি আপনার দেওয়া date and time পর্যন্ত সফটি রান করতে পারবেন।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ ২০১৫/ এস আহমেদ