কিশোরগঞ্জে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা। আজ বুধবার সকালে পুরাতন স্টেডিয়ামে ফিতা কেটে তিনদিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম. আলম। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক অমিতাভ দাসসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর কৃষি বিষয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে কৃষক-কিষাণী, কৃষি বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এবারের মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি উপকরণের ১৭ টি স্টল স্থাপন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৫/ রোকেয়া।