২০১৭ সালের শেষ নাগাদ 'বিশ্বের প্রথম প্রিমিয়াম পিক-আপ' বাজারে আনার ইঙ্গিত দিয়েছে জার্মানিভিত্তিক বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ। কোম্পানির প্যারেন্টস প্রতিষ্ঠান ডেইমলার সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মার্সিডিজ জানায়, বর্তমানে ব্যক্তিগত এবং বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য পিক-আপের চাহিদা বাড়ছে। যুক্তরাষ্ট্রের ব্রান্ডগুলো মাঝারি আকারের পিক-আপের বাজার দখল করে রেখেছে। কিন্তু ওই গাড়িগুলো আধুনিক, আরামদায়ক এবং বিলাসবহুল না।
বিবৃতিতে জানানো হয়, বিশ্বের বৃহত্তম পিক-আপ গাড়ির মার্কেট যুক্তরাষ্ট্রের। গত ১২ মাসে সেখানে বিক্রি হওয়া প্রতি ১০টি গাড়ির একটি ছিল পিক-আপ। আর এই বাজার ধরতে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বাজারে বিলাসবহুল পিক-আপ আনতে চায়।
মার্সিডিজ-বেঞ্জ ভ্যান এর প্রধান ভলকার মর্নহিনওয়েক বলেন, ' আমরা ক্রেতাদের পুরোপুরি আরাম, নিরাপত্তা দিতে সর্বোচ্চ চেষ্টা করব। আর এসব মাথায় রেখে আমাদের প্রথম পিক ডিজাইন করতে সচেষ্ট থাকব।' সূত্র: ইয়াহু নিউজ
বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ ২০১৫/শরীফ