বর্তমানে দেশ-বিদেশের বন্ধুদের সঙ্গে যোগাযোগের অন্যত্তম মাধ্যম হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আর ফেসবুকে সাধারনত আমরা মেসেঞ্জারের মাধ্যমেই যোগাযোগ করে থাকি। সেই যোগাযোগের মাধ্যমকে আরও উন্নত করতে শুধুমাত্র চ্যাটিংয়ের জন্য নয়া ওয়েবসাইট চালু করল ফেসবুক। তাদের নয়া ওয়েবসাইটটির নাম Messenger.com। ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জারের সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটের মাধ্যমে চাটিং করতে পারবেন।
কম্পিউটার বা স্মার্টফোনের ব্রাউজারের মাধ্যমে মেসেঞ্জার ডটকম সাইটে ভিজিট করে ফেসবুক আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ব্যবহারকারী তার ফেসবুক বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারবেন।
যারা ফেসবুকের নোটিফিকেশন ও অন্যান্য বিষয়কে বাদ দিয়ে শুধুমাত্র মেসেজিংয়ে করতে চান, তাদের জন্য ‘ঝামেলা বিহীন’ চ্যাটিংয়ের মাধ্যম হতে পারে এই Messenger.com ওয়েবসাইটটি। চলতি সপ্তাহেই ফেসবুকের তরফে চালু হয়েছে এই চ্যাটিং ওয়েবসাইটটি। আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষাতেই ওয়েবসাইটের মাধ্যমে চাটিং করা গেলেও খুব তাড়াতাড়ি বিশ্বের অন্যান্য ভাষাতেও এই ওয়েবসাইটটি চালু করা হবে বলে ফেসবুকের তরফে জানানো হয়েছে। তবে ফেসবুক ব্যবহারকারী চাইলে ফেসবুকে চ্যাট করার পাশাপাশি এই ওয়েবসাইটের মাধ্যমেও একত্রে চ্যাট করতে পারবেন।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৫/মাহবুব