কোনো প্রয়োজনীয় কাজ বা কথা বলতে বলতে স্মার্টফোনের চার্জ ফুরিয়ে গেলেই পড়তে হয় মহাবিপদে! ফোন চার্জে দিলেই এক থেকে দেড় ঘণ্টার ব্যাপার। এত সময় ফোন বিহীন বসে থাকা ছাড়া কাজ নেই। কিন্তু এসব এখন অতীত। এবার মাত্র ১ মিনিটেই চার্জ হয়ে যাবে আপনার স্মার্টফোনটি। এমনই নয়া অ্যালুমিনিয়াম ব্যাটারি আনল লন্ডনের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক।
তাদের দাবি, নয়া এই ব্যাটারি মাত্র ৬০ সেকেন্ডেই ১০০ শতাংশ চার্জ করবে সম্পূর্ণ হবে। পাশাপাশি এই গবেষক দলের প্রধান ইউনিভার্সিটির রসায়নের অধ্যাপক হোঙ্গজি দাই জানিয়েছেন, তাদের নয়া এই ব্যাটারি যেমন কম সময়ে চার্জ হবে তেমনি পরিবেশের দূষণ রোধেও অনেক বেশি উপযোগী। এছাড়া নয়া প্রযুক্তির এই ব্যাটারির বিস্ফোরণের সম্ভাবনাও অনেক কম।
তবে এখনই এই ব্যাটারিকে বাজারে আনা হচ্ছে না৷ আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরই এই ব্যাটারি বাজারে ছাড়া হবে।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৫/মাহবুব