ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্মিত বিজয় একাত্তর হলে উচ্চগতি সম্পন্ন ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে। এতে প্রত্যেক ব্যবহারকারী ১ এমবিপিএস গতি পাবে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. সহিদ আকতার হোসাইন এ ওয়াইফাই সংযোগের উদ্বোধন করেন।
হল প্রভোস্ট অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।
সহিদ আকতার হোসাইন বলেন, বিজয় একাত্তর হল ঢাবির একমাত্র ডিজিটাল হল। যাতে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধা রয়েছে। আশা করছি এটি ভবিষ্যতে কার্জন হলের মত এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সাথে মিশে যাবে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৫/মাহবুব