যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল সম্প্রতি তাদের স্মার্টওয়াচ 'অ্যাপল ওয়াচ' উন্মুক্ত করেছে। কিন্তু স্মার্টওয়াচের আকাশচুম্বী মূল্যের কারণে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্রতিষ্ঠানের কড়া সমালোচনার মুখে পড়েছে অ্যাপল।
মাত্রাতিরিক্ত দাম নিয়ে প্রথমে অ্যাপল ওয়াচ নিয়ে ব্যঙ্গাত্মক টুইট করেছিল পেবল। এক টুইটে পেবল লিখেছিল, 'আপনি কি স্মার্টওয়াচ কিনছেন নাকি টয়োটা করলা কিনছেন?'
আর এবার অ্যাপল ওয়াচকে বিদ্রূপ করে নিজেদের জেনওয়াচের প্রচার চালিয়েছে আসুস। এ নিয়ে টুইটারে আসুস একটি গ্রাফিক্স প্রকাশ করেছে। এতে বেশ ভালোভাবেই অ্যাপল ওয়াচকে একহাত নিয়েছে এই প্রযুক্তি পন্য নির্মাতা প্রতিষ্ঠান।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ২০১৫/শরীফ