প্রিয়জনকে মেসেজ পাঠাবেন বলে খুব মনোযোগ দিয়ে মেসেজটি লিখলেন, কিন্তু ভুল করে তা পাঠিয়ে দিলেন অন্য কাউকে। আর তার জেরে চিন্তায় ঘুম চলে যাওয়ার যোগার। ভাবছেন সব জেনে গেল। এই রকম ঘটনা অনেকের ক্ষেত্রেই মাঝে মাঝে ঘটে থাকে। এই ভুলের ফলে অনেক সমস্যারও সন্মুখীন হয়েছেন অনেকে। তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার দিন এসে গেছে।
এবার ভুল করে অন্যকে মেসেজ বা বার্তা পাঠালেও তা আপনি ডিলিট করতে পারবেন আপনার মোবাইল থেকে। ‘রাকিম’ এমনই নয়া অ্যাপ বাজারে এসেছে। এই অ্যাপের সাহায্য নিজের ফোন থেকেই ডিলিট করে ফেলতে পারবেন অন্যকে পাঠানো কোনও অপ্রয়োজনীয় SMS। ডিলিট করা মাত্রই আপনার সেন্ডবক্স ও অন্য ব্যক্তির ইনবক্স থেকে মুছে যাবে আপনার ভুল করে পাঠানো SMS টি।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৫/মাহবুব