বাংলা নতুন বর্ষ ১৪২২ উপলক্ষে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ টিভি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ অফার। এখন প্রতিটি স্যামসাং টিভি ক্রয়ে গ্রাহকরা প্রতিদিন জিতে নিতে পারেন স্যামসাং এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৬। এছাড়াও সুযোগ থাকছে নির্দিষ্ট মডেলে ডিসকাউন্ট এবং অন্যান্য আকর্ষণীয় স্যামসাং মার্চেনডাইজ।
এই ডিসকাউন্ট অফারের আওতায় প্রতিটি স্যামসাং টিভি মডেল ৩২ইএইচ৪০০৩, ৩২এইচ৪১০০, ৪০ইএএইচ৫০০০ এবং ৪০এইচ৫১০০ ক্রয়ে থাকছে নিশ্চিত ডিসকাউন্ট।
এ সম্পর্কে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার সি এস মুন বলেন, “স্যামসাং ইলেকট্রনিক্স এ আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা থাকে যেন গ্রাহকদেরকে সবচেয়ে অভিনব পণ্য প্রদানের মাধ্যমে তাদের জীবনযাত্রাকে সহজ করা সম্ভব হয়। আর এই কারণে আমরা সর্বাধুনিক টিভি মডেল নিয়ে এসেছি গ্রাহকদের জন্য সেরা টিভি অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে।”
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৫/মাহবুব