ব্রিটেনের রেল নেটওয়ার্কে সাইবার হামলার আশঙ্কা প্রকাশ করেছেন প্রফেসর ডেভিড স্টুপিলস নামের একজন বিজ্ঞানী। দেশটি পরীক্ষামূলকভাবে ইউরোপিয়ান রেল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে। আর এর প্রেক্ষিতেই এমন আশঙ্কার কথা ব্যক্ত করলেন স্টুপিলস।
রেল নেটওয়ার্ক সিস্টেমের এই প্রকল্পটি নিয়েই আশঙ্কা প্রকাশ করেছেন সিটি ইউনিভারসিটি অব লন্ডন'র নেটওয়ার্কড ইলেক্টনিক অ্যান্ড রেডিও সিস্টেমের অধ্যাপক স্টুপিলস। তিনি বলেন, 'কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে নিয়ন্ত্রিত উচ্চ প্রযুক্তির সিগনাল সিস্টেম হ্যাক করতে পারবে সাইবার সন্ত্রাসীরা। আর সিগনাল সিস্টেম হ্যাক হলে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটতে পারে। এ ধরনের হামলার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু সেইসঙ্গে অচল হয়ে যেতে পারে রেল যাতায়াত ব্যবস্থা।'
সূত্র : বিবিসি
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ২০১৫/শরীফ