ব্ল্যাক হোলে পড়ে গেলে কী হবে— এমনটা নিয়ে কল্পবিজ্ঞানে অনেককিছুই লেখা হয়েছে। রসিকতাও কম হয়নি। এবার বিজ্ঞানীরাও বিষয়টিতে মাথা গলিয়েছেন। ব্ল্যাক হোলেপড়েগেলেকিহতেপারেতানিয়েসেই ‘পড়ে যাওয়া’র ব্যাপারটাকে নিয়েই সম্প্রতিসম্প্রতি ভাবতে বসেছেন হার্ডকোর বিজ্ঞানীর দল।
স্পেনের ইনস্টিটিউট অফ কর্পাস্কুলার ফিজিক্স-এর এক গবেষকদল কাজ করছিলেন ব্ল্যাক হোলের চরিত্র নিয়ে। সাধারণত ধারণা করা হয়, কোনো বস্তু যদি ব্ল্যাক হোলে প্রবেশ করে, তবে কাল ও পরিসরের গোলমালে এর ধ্বংস অনিবার্য। কিন্তু গবেষণায় বলা হচ্ছে, ব্ল্যাক হোলে প্রবিষ্ট বস্তু বা পদার্থের ধ্বংস নাও ঘটতে পারে। তাদের মতে, স্ফটিকের আণবিক কাঠামোর মতোই ব্ল্যাক হোলের কেন্দ্রীয় পরিসরটি অসম। সেখানে টাইম অ্যান্ড স্পেস ধারণাগতভাবে একেবারেই আলাদা। তাত্ত্বিকভাবে, ব্ল্যাক হোলে যদি কেউ প্রবেশ করেন, তার আকার দাঁড়াবে স্প্যাগেটির মতো। কিন্তু পরে তা ‘ওয়র্ম হোল’-এ বেরিয়ে আসবে এবং পূর্বের চেহারা হবে। ‘ওয়র্ম হোল’ হলো বিভিন্ন কাল ও পরিসরের সংযুক্তির স্থান।
সেদিক থেকে দেখলে ব্ল্যাক হোল একটা পোর্টাল। তার মধ্যে কেউ পড়ে গেলে অন্য কোনও টাইম ও ডাইমেনশনে তা বেরিয়ে আসতে পারে। ব্ল্যাক হোল তা মোটেই হারিয়ে যাবে না। মহাজগতের কোথাও না কোথাও তার পুনরুদ্ধার ঘটবেই। সূত্র: এবেলা।
বিডি-প্রতিদিন/ ০৯ আগস্ট, ২০১৬/ আফরোজ