স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড বাজারে নিয়ে এসেছে এইচপি ব্রান্ডের চারটি নতুন মডেলের ল্যাপটপ। একই কনফিগারেশনের এই ল্যাপটপগুলোতে রয়েছে ইন্টেল ৫ম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর, চার জিবি ডিডিআরথ্রি র্যাম, এক টেরাবাইট হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডায়াগোনাল এলইডি ডিসপ্লে এবং সুপার মাল্টি ডিভিডি।
মডেলগুলো হচ্ছে এইচপি-১৪-এএম০০৭টিইউ, এইচপি ১৫-এওয়াই০৩১টিইউ, এইচপি ২৪০ জি৪ এবং এইচপি ২৫০ জি৪। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য যথাক্রমে ৩৩,০০০ টাকা, ৩৩,০০০ টাকা, ৩৩,৫০০ টাকা এবং ৩৩,৫০০ টাকা।
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৬/ফারজানা