প্রযুক্তিগত সুবিধায় দিন দিন উন্নত হচ্ছে বিশ্ব। গবেষণা চলছে কিভাবে আরও সহজ করা যায় দৈনন্দিন কর্মকাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও এর বাইরে নয়।
কোন বিশেষ রেস্তোরাঁর ফেসবুক পেজে গিয়ে শুধুমাত্র ‘অর্ডার’ ক্লিক করলেই মিলবে পিৎজা বা চাহিদামত খাবার। মার্কিনিদের জন্য ফেসবুক এজাতীয় বিশেষ সুবিধা নিয়ে আসছে বলে জানা গেছে। এবার থেকে বাড়িতে বসেই সিনেমার টিকিট কাটা ও খাবার অর্ডারের সুবিধা চালু হচ্ছে ফেসবুকে। তবে এ সুবিধা আস্তে আস্তে বিশ্বের বিভিন্ন দেশেই পৌঁছে যাবে বলে জানা গেছে।
এছাড়াও চুল পরিচর্যার জন্য বিশেষ হেয়ারড্রেসারের সাক্ষাতের ব্যবস্থাও করতে যাচ্ছে ফেসবুক। এ ব্যাপারে ফেসবুক জানিয়েছে, একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি ব্যবসায়িক কাজকর্মও করা যাবে এর মাধ্যমে।
বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৬/হিমেল