৩০ মার্চ, ২০১৭ ১৪:৫৯

ইনস্টাগ্রামে ভিডিও কল সংরক্ষণ করা যাবে

অনলাইন ডেস্ক

ইনস্টাগ্রামে ভিডিও কল সংরক্ষণ করা যাবে

এখন থেকে ইনস্টাগ্রামে লাইভ ভিডিও আর্কাইভ করে রাখতে পারবেন ইউজাররা। সম্প্রতি নতুন এ ফিচারটি চালু করলো সংস্থাটি। এর মাধ্যমে প্রতিটি ভিডিও কলকেই প্রমাণ হিসেবে রেখে দেওয়ার সুযোগ থাকবে। নতুন এ ফিচারটি ইউজারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হবে বলে মনে করছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।

ইতিমধ্যে সবার কাছে ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম। এই বছরের শুরুতে লাইভস্ট্রিমিং ফিচারটি ইউজারদের জন্য নিয়ে আসা হয়। এরপর থেকেই নতুন এই ফিচার জনপ্রিয়তা পায়। তবে সে সময় ভিডিও ফুটেজগুলো আর্কাইভের কোনো উপায় ছিল না। স্ট্রিমিং শেষ হলেই অদৃশ্য হয়ে যেত এগুলো। তবে এখন থেকে এই ভিডিও ফুটেজ সংরক্ষণ করা যাবে।
 
ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিমিং ভিডিও ব্রডকাস্ট করা শেষ হয়ে গেলে তা ফোনে সেভ করে রাখা যাবে। লাইভ সেশন শেষ করার পরে স্ক্রিনের ওপরে ডান পাশে একটি সেভ বাটন আসবে। আর সেখান থেকেই এই ভিডিও সেভ করে রাখা যাবে। ইতোমধ্যে আইওএস অ্যাপ স্টোর এবং গুগল প্লে-স্টোরে ইনস্টাগ্রাম অ্যাপের ১০.১২ ভার্সনে এই ফিচার চালু করা হয়েছে।

 

বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর