আলফা পলিটেকনিক ইন্সটিটিউট এর উদ্যোগে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং সিসিএনএ এর ওপর ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে।
উক্ত সেমিনারে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কেন শিখেবন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এ ক্যারিয়ার ও ভবিষ্যৎ সম্ভাবনা, আউটসোরসিং মার্কেট প্লেস, কেন সিসিএনএ শিখবেন, সিসিএনএ শিখার পর ক্যারিয়ার ও ভবিষ্যৎ সম্ভাবনা, ভেন্ডর সার্টিফিকেট ইত্যাদি নিয়ে সারাদিন ব্যাপী বিশদ আলোচনা করা হবে।
উক্ত সেমিনার এ উপস্থিত সকল এস এস সি পরীক্ষার্থীদের জন্য ডিপ্লোমা- ইন কম্পিউটার, সিভিল এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ৫০-৭০% স্কলারশিপের অফার রয়েছে।
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ ভর্তির যোগ্যতাঃ ২০০৮-২০১৭ এস এস সি পরীক্ষার্থী এবং মিনিমাম ২.৫ জিপিএ।
সেমিনার স্থানঃ আলফা পলিটেকনিক ইন্সটিটিউট, ক-২১৮/৩, প্রগতি স্মরনি, কুরিল চৌরাস্তা, (যমুনা ফিউচার পার্ক এর বিপরীত পার্শে। )
সেমিনার সময়ঃ ৭ এপ্রিল, ২০১৭ (শুক্রবার)
এছাড়া অনলাইন এ এপ্লাই করুনঃ https://goo.gl/forms/xuXZJjpYgPVyjZlm2
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫