৩০ নভেম্বর, ২০২১ ১১:২৯

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগ

অনলাইন ডেস্ক

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগ

জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে ইস্তফা দিয়েছেন জ্যাক ডরসি। তিনি ২০১৫ সালে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়েছিলেন। ফলে এখন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তার স্থলাভিষিক্ত হবেন বর্তমান চিফ টেকনিক্যাল অফিসার পরাগ আগারওয়াল।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, টু্ইটারের প্রধান নির্বাহীর পদ থেকে ইস্তফা দিলেও জ্যাক ডরসি কোম্পানির বোর্ডে থাকবেন।

জ্যাক ডরসি বলেন, ‘আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। কোম্পানিটি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তিনি গভীর ভাবে বিশ্বাস করেন তার স্থলাভিষিক্ত হিসেবে যিনি দায়িত্ব নেবেন, তিনি কোম্পানিটিকে এগিয়ে নেবেন। 

উল্লেখ্য, পরাগ আগারওয়াল ২০১১ সালে টুইটারে যোগ দেন। বর্তমানে তিনিই হবেন এখন জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর