সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ফিরে আসছে ‘বাটন ফোন’

টেকনোলজি ডেস্ক

ফিরে আসছে ‘বাটন ফোন’

ধনাঢ্য পরিবারের শিক্ষার্থী, অনেক উপার্জন করা চাকরিজীবী নারী, পুরুষ কিংবা ভিআইপিদের হাতে হাতেও দেখা যাচ্ছে এই ফোন। এমনকি ভারতেও ৪০ কোটির বেশি মানুষ ব্যবহার করছে এই ফোন।  যুক্তরাষ্ট্রেও বাড়ছে এসব ফোনের বিক্রি।

 

ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোতে হঠাৎ করে জনপ্রিয় হয়ে উঠছে ফিচার ফোন। আমরা যাকে বলি ‘বাটন’ ফোন। সফটওয়্যার সংস্থা ‘এসইমারশ’-এর একটি রিপোর্ট অনুসারে ২০১৮ সালের পর থেকে গুগলে ফিচার ফোনের ব্যাপারে সার্চ করার পরিমাণ প্রায় ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে ১০০ কোটির বেশি ফিচার ফোন বিক্রি হয়েছে। এর আগের বছর যে সংখ্যা ছিল ৬০ কোটি। এদিকে, অ্যাকাউন্টেন্সি গ্রুপ ডেলয়েটের একটি গবেষণায় বলা হয়েছে, যুক্তরাজ্যে বর্তমানে প্রতি ১০ মোবাইল ফোন ব্যবহারকারীর মধ্যে একজনের হাতে দেখা যাচ্ছে একটি বাটন ফোন। বিষয়টি এমন না যে, তারা স্বল্প শিক্ষিত শ্রমিক কিংবা অসচ্ছল। ধনাঢ্য পরিবারের শিক্ষার্থী, অনেক উপার্জন করা চাকরিজীবী নারী, পুরুষ কিংবা ভিআইপিদের হাতে হাতেও দেখা যাচ্ছে এই ফোন। এমনকি ভারতেও ৪০ কোটির বেশি মানুষ ব্যবহার করছে এই ফোন। যুক্তরাষ্ট্রেও হু হু করে বাড়ছে এসব ফোনের বিক্রি। ব্রিটিশ মোবাইল বিশেষজ্ঞ আর্নেস্ট ডকু বলেন, মানুষের মন পরিবর্তনশীল। বাটনফোন থেকে যখন স্মার্টফোনের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ শুরু হলো তখন মানুষের মনে হয়েছিল এটাই বুঝি জীবন। কিন্তু অনেকের কাছে এখন এসব ডিজিটাল যোগাযোগ কিংবা ডিজিটাল বিনোদন একঘেয়েমি হয়ে উঠেছে। তাই ফিরে যাচ্ছে ফিচার ফোনে। নিজেকে আরও বেশি করে সময় দিচ্ছে। আবার কেউ কেউ নস্টালজিয়া থেকেও ফিরে যাচ্ছে এই ফোনে। তিনি বলেন, ২০২০ সালে নকিয়া ৩৩১০ সেটটি পুনরায় বাজারে ছাড়ার পর সর্বাধিক বিক্রি হওয়া মোবাইল ফোনের তালিকায় স্থান পায়, যা সত্যিই নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছিল। বিশেষজ্ঞরা বলছেন, ফোন যত স্মার্ট হয়েছে মানুষের প্রাইভেসিও তত সংকটে পড়েছে। সময় নষ্ট কিংবা স্বাস্থ্যঝুঁকির বাইরে আপনি জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে আপনার ব্যক্তিগত তথ্য কিংবা ছবি কত জায়গায় শেয়ার করেছেন তা হয়তো মনে করতে পারবেন না। এসব তথ্য কিংবা ছবি অপব্যবহারের সম্ভাবনাও কম নয়। এসব কারণেও অনেকে স্মার্টফোনকে অপ্রয়োজনীয় মনে করে ফিরে যেতে চাইছেন বাটন ফোনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর