কুমিল্লা সিটি করপোরেশনের উত্তর অঞ্চলে (মূল শহরে) এখন উন্নয়নের উত্সব চললেও দক্ষিণ এলাকায় হায় হায় অবস্থা। দক্ষিণ অঞ্চলে রাস্তা, ড্রেন ও ডাস্টবিন বলতে কিছু নেই। ওই এলাকার বাসিন্দারা রাস্তা, ড্রেন সংস্কার ও ডাস্টবিন স্থাপনে সিটি মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন। ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা পৌরসভা ও পাশের সদর দক্ষিণ পৌরসভা নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। কুমিল্লা পৌরসভার ১৮টি ওয়ার্ড মূল শহর, সদর দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ডের অনেক অংশ গ্রামাঞ্চল। সিটি করপোরেশন হওয়ার পরও দক্ষিণের ৯টি ওয়ার্ডে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর এলাকার দেলোয়ার হোসেন মজুমদার জানান, উত্তর রামপুর, শ্রীভল্লবপুর, দৈয়ারা, দুর্গাপুর, হিরাপুর, মস্তাপুর, কচুয়াসহ পাশের গ্রামগুলোতে রাস্তা-ড্রেন বলতে কিছু নেই। সিটি করপোরেশনের ট্যাক্স দেওয়ার সময়ই শুধু তাদের মনে হয়, তারা সিটি করপোরেশনের বাসিন্দা। ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. হারুনুর রশিদ বলেন, দক্ষিণ অঞ্চলে কাজ কম হয়েছে। যেসব এলাকায় জনসংখ্যা বেশি এবং গাড়ি বেশি চলে সেসব এলাকার উন্নয়নে জাইকাসহ অন্য সংস্থাগুলো বরাদ্দ বেশি দেয়। ইপিজেড এলাকা হওয়ায় সম্প্রতি আমি ৯ কোটি ৮৪ লাখ টাকার বরাদ্দ পেয়েছি। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, দক্ষিণ এলাকার কয়েকটি বড় রাস্তার সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। দক্ষিণের অধিকাংশ রাস্তা ১২ ফুট, ১৬ ফুটের নিচের রাস্তার কাজ করতে চায় না সংস্থাগুলো। রাস্তাগুলো প্রশস্ত করার বিষয়ে কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
উত্তরে উৎসব দক্ষিণে হায় হায়!
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর