কুমিল্লা সিটি করপোরেশনের উত্তর অঞ্চলে (মূল শহরে) এখন উন্নয়নের উত্সব চললেও দক্ষিণ এলাকায় হায় হায় অবস্থা। দক্ষিণ অঞ্চলে রাস্তা, ড্রেন ও ডাস্টবিন বলতে কিছু নেই। ওই এলাকার বাসিন্দারা রাস্তা, ড্রেন সংস্কার ও ডাস্টবিন স্থাপনে সিটি মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন। ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা পৌরসভা ও পাশের সদর দক্ষিণ পৌরসভা নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। কুমিল্লা পৌরসভার ১৮টি ওয়ার্ড মূল শহর, সদর দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ডের অনেক অংশ গ্রামাঞ্চল। সিটি করপোরেশন হওয়ার পরও দক্ষিণের ৯টি ওয়ার্ডে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর এলাকার দেলোয়ার হোসেন মজুমদার জানান, উত্তর রামপুর, শ্রীভল্লবপুর, দৈয়ারা, দুর্গাপুর, হিরাপুর, মস্তাপুর, কচুয়াসহ পাশের গ্রামগুলোতে রাস্তা-ড্রেন বলতে কিছু নেই। সিটি করপোরেশনের ট্যাক্স দেওয়ার সময়ই শুধু তাদের মনে হয়, তারা সিটি করপোরেশনের বাসিন্দা। ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. হারুনুর রশিদ বলেন, দক্ষিণ অঞ্চলে কাজ কম হয়েছে। যেসব এলাকায় জনসংখ্যা বেশি এবং গাড়ি বেশি চলে সেসব এলাকার উন্নয়নে জাইকাসহ অন্য সংস্থাগুলো বরাদ্দ বেশি দেয়। ইপিজেড এলাকা হওয়ায় সম্প্রতি আমি ৯ কোটি ৮৪ লাখ টাকার বরাদ্দ পেয়েছি। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, দক্ষিণ এলাকার কয়েকটি বড় রাস্তার সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। দক্ষিণের অধিকাংশ রাস্তা ১২ ফুট, ১৬ ফুটের নিচের রাস্তার কাজ করতে চায় না সংস্থাগুলো। রাস্তাগুলো প্রশস্ত করার বিষয়ে কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
শিরোনাম
- দেশের সব গ্যাস কূপে ড্রিলিং কাজ ৭২ ঘণ্টা বন্ধ রাখার পরামর্শ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
উত্তরে উৎসব দক্ষিণে হায় হায়!
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর