মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মাঝ সড়কে বিদ্যুতের খুঁটি

আফজাল, টঙ্গী

মাঝ সড়কে বিদ্যুতের খুঁটি

গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সড়কের মাঝে রয়েছে বেশ কিছু বিদ্যুতের খুঁটি। এতে যানবাহন চলাচলে চরম দুর্ভোগের শিকার হন চালক ও পথচারীরা। ডেসকো কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় দীর্ঘদিন সড়কের মাঝে রয়ে গেছে বিদ্যুতের খুঁটি। সিটি করপোরেশন বলছে, খুঁটি সরানোর কাজ ডেসকোর। অন্যদিকে ডেসকো বলছে, সড়কের মাঝ পথ থেকে খুঁটি সরাতে সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে। এ নিয়ে উভয় পক্ষের ধাক্কা ধাক্কিতে জনগণের ভোগান্তি বাড়ছে। নগরীর টঙ্গী, পূবাইল, গাছা, বাসন, জয়দেবপুর, কাশেমপুর কোনাবাড়ী সড়কের মাঝ পথে বিদ্যুতের খুঁটি। রাস্তা সম্প্রসারণের কারণে বিদ্যুতের খুঁটিগুলো এখন সড়কের মাঝে এসে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, বিদ্যুৎ অফিস রাস্তা থেকে খুঁটি না সরানোর ফলে যান চলাচলে দুর্ভোগ হচ্ছে। হঠাৎ রাস্তার মাঝ পথে খুঁটি দেখে মনে হবে এখানে দুটি রাস্তা। ডেসকো বিষয়টি জেনেও উপেক্ষা করছেন করছেন বলে মন্তব্য করেন অনেকে। টঙ্গী ৪৫ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর মো. শাহ আলম রিপন বলেন, আমার ওয়ার্ডে পাঁচ বছর আগে রাস্তা প্রশস্ত হয়েছে কিন্তু রাস্তার মাঝখান থেকে খুঁটি আজও সরানো হয়নি।

এ বিষয়ে টঙ্গী জোনের ডেসকো কর্মকর্তা প্রকৌশলী গোলাম রব্বানি বলেন, সিটি করপোরেশনের চিঠি পেলে আমরা সেই চিঠি হেড অফিসে পাঠিয়ে দেই, তারপর ব্যবস্থা নেওয়া হয়। তবে সিটি করপোরেশন থেকে আমাদের সহযোগিতা করতে হবে। এসব খুঁটি সরাতে অনেক টাকার প্রযোজন, আর্থিক বরাদ্দ না পেলে সরানো সম্ভব নয়।

সর্বশেষ খবর