বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

সৈয়দ দুলাল

নাট্য নির্দেশক

সৈয়দ দুলাল
বরিশালের মঞ্চনাট্য জগতের পুরোধা ব্যক্তিত্ব সৈয়দ দুলাল। তার অভিনীত নাটকের সংখ্যা শতাধিক। আর নির্দেশনা দিয়েছেন অগণিত নাটকে। তার অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য_ সবে শুরু, একাত্তর এবং ইত্যাদি, রাইম অব দ্য এনশায়েন্ট মেরিনার, পায়ের আওয়াজ শোনা যায়, মেষ ও রাক্ষস, মেঘ ইত্যাদি। অপরদিকে তার উল্লেখযোগ্য নির্দেশিত নাটকগুলো হলো_ মেষ ও রাক্ষস, পেয়ারা বাগান, কালাকাল, নীল ময়ূরীর যৌবন, একাত্তর এবং ইত্যাদি। এ পুরোধা ব্যক্তিত্বের নাটকে উঠে আসা তার বাবা মরহুম সৈয়দ আলতাফ হোসেনের অনুপ্রেরণায়। তার বাবা পঞ্চাশের দশকে বরিশাল অঞ্চলের একজন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব। ছাত্রাবস্থায় তিনি এলাকায় শীতকালে যেসব নাটক মঞ্চায়ন হতো তাতে অভিনয় করতেন। এর পর বরিশাল অঞ্চলে গ্রুপ থিয়েটার চর্চার অগ্রপথিক মরহুম আকবর হোসেনের উৎসাহ এবং সহযোগিতায় গ্রুপ থিয়েটার শুরু করেন। '৬৯-এর গণঅভ্যুত্থানের পর শহরকেন্দ্রিক নাট্যদলে 'খেয়ালি নাট্য ও সাংস্কৃতিক সংঘ' যোগ দেন। এরপর কালের পালাবদলে ১৯৯১ সালে বরিশালের 'শব্দাবলি স্টুডিও থিয়েটার'-এর সঙ্গে জড়িয়ে পড়েন। ২০১২ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত এ থিয়েটার তার তত্ত্বাবধানে ৮৫১টি নাটক মঞ্চায়ন করেছে। এ গুণী ব্যক্তি তার দীর্ঘ পথচলায় পেয়েছেন নানা পদক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো_ আবুল কাশেম দুলাল স্মৃতি পদক, নান্দনিক নাট্যজন পদক এবং পালাকার প্রথম বর্ষপূর্তি পদক। সুষ্ঠু রাজনৈতিক ধারার মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাই। বর্তমান সরকার সাংস্কৃতিক অঙ্গনের বরাদ্দ দ্বিগুণ করেছে।

সর্বশেষ খবর