বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

হিমছড়ি উদ্যান [ কক্সবাজার ]

হিমছড়ি উদ্যান  [ কক্সবাজার ]

প্রকৃতির অপরূপ সৌন্দর্য ছড়িয়ে আছে  কক্সবাজারে। এখানেই অবস্থিত হিমছড়ি জাতীয় উদ্যান। এটি বাংলাদেশের জাতীয় উদ্যানগুলোর অন্যতম। পর্যটন শহর  কক্সবাজার থেকে এর দূরত্ব মাত্র ১২ কিলোমিটার। এ উদ্যানটির আয়তন প্রায় ১৭২৯ হেক্টর বা ১৭.২৯ বর্গকিলোমিটার। জীববৈচিত্র্যের দিক থেকে এই উদ্যানটি অনন্য। এ উদ্যানে আছে ছোট-বড় কয়েকটি পাহাড়ি ঝরনা। শিক্ষা-গবেষণা, পর্যটন, ভ্রমণ, বিনোদন এবং বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে ১৯৮০ সালে এখানে প্রতিষ্ঠিত হয় হিমছড়ি জাতীয় উদ্যান। এ উদ্যানটি মূলত চিরসবুজ ও প্রায়-চিরসবুজ ক্রান্তীয় বৃক্ষের বনাঞ্চল। প্রায় ১১৭ প্রজাতির নানা রকম উদ্ভিদ রয়েছে এ উদ্যানে। বহু আগে প্রাণীবৈচিত্র্যে ভরপুর এ বনাঞ্চলে এশিয়ান হাতির অবাধ বিচরণ থাকলেও এখন সে সংখ্যা কমে এসেছে। এখনো এশিয়ান হাতির যে কয়েকটি আবাসস্থল রয়েছে তার মধ্যে হিমছড়ি একটি। এ উদ্যানে প্রায় ৫৫ প্রজাতির স্তন্যপায়ী, ১৬ প্রজাতির উভচর এবং ৫৬ প্রজাতির সরীসৃপ রয়েছে। এশিয়ান হাতি ছাড়াও এ বনে লালমুখ বানর, মায়া হরিণ, বন্যশূকর, উল্লুকও দেখতে পাওয়া যায়। পাখিপ্রেমীদের জন্যও হিমছড়ি জাতীয় উদ্যান বেশ আলোচিত। এ উদ্যানে প্রায় ২৮৬ প্রজাতির পাখির সন্ধান মিলেছে। হিমছড়ি জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ প্রবাহমান জলপ্রপাত।

 

 

সর্বশেষ খবর