বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

খাদিমনগর উদ্যান [ সিলেট ]

খাদিমনগর উদ্যান [ সিলেট ]

খাদিমনগর জাতীয় উদ্যান। এটি দেশের কনিষ্ঠ জাতীয় উদ্যান। এই উদ্যানটির মোট আয়তন ৬৭৯ হেক্টর। উদ্যানটির শুরুতইে রয়েছে বাঁশবন। পাশাপাশি বেড়েছে ঘন বনাঞ্চল। ছোটখাটো পাহাড়ি টিলায় বেড়ে ওঠা বাঁশবনের সঙ্গে যেন মিতালি জুড়ে আছে পাহাড়ের গায়ে ও চূড়ায় চূড়ায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ। পূর্বে এই উদ্যানটি বাঁশেরই বন ছিল। ১৯৬০ সালে বাঁশবন পরিষ্কার করে বনায়ন করা হয়। প্রায় পাতাঝরা ক্রান্তীয় এই বনে অন্য গাছগাছালির পাশাপাশি প্রায় সর্বত্রই নানা রকম বাঁশ। প্রাণীবৈচিত্র্যের দিক দিয়ে অনন্য এই উদ্যান। এখানে রয়েছে ২৬ প্রজাতির স্তন্যপায়ী, ৯ প্রজাতির উভচর, ২০ প্রজাতির সরীসৃপ এবং ২৫ প্রজাতির পাখি। খাদিমনগর থেকে জাফলংয়ের পথে খানিকটা এগিয়ে গেলে ঠাকুরের মাটি গ্রামের পাশেই চিকনাগুল চাবাগান। এটা খাদিমনগরের আর একটি আকর্ষণ। নিকটের টিলাটার পা ছুঁয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ পানির ছড়া। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উল্লেখযোগ্য।

 

 

সর্বশেষ খবর