রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

৬ বছরের শিশু প্রাণ বাঁচায়

৬ বছরের শিশু প্রাণ বাঁচায়

অখাদ্য চুষে খাওয়ার কারণে গলায় আটকে শ্বাসরোধে মারা যায় অনেক শিশুই। যুক্তরাষ্ট্রে প্রতিমাসে প্রায় ৬ জন শিশু চুষে অখাদ্য খেতে গিয়ে প্রাণ হারায়। ৬ বছর বয়সী ইলেসপেথ বেনি অত্যাশ্চর্যভাবে এক শিশুর প্রাণ বাঁচিয়ে অবাক করে দেয় সবাইকে। সে অন্যবাচ্চাদের সঙ্গে খেলছিল। তাদের একজন শিশু অ্যানি। অ্যানি হঠাৎ আপেলের শক্ত টুকরা চুষতে শুরু করে। কেউ কাছেও ছিল না যে বাধা দেবে। সবার অলক্ষ্যে গলায় ঢুকে যায় আপেলের শক্ত টুকরো। শ্বাস বন্ধ হওয়ার উপক্রম বাচ্চা অ্যানির। তার বিপদে সবার আগে এগিয়ে আসে বেনি। সে সচেতন বড় মানুষের মতোই প্রাথমিক চিকিৎসা দেয়।

অ্যানিকে একটু কাত করে পিঠে থাপ্পড় দিতে শুরু করে ৬ বছর বয়সী বেনি। এই অবাক কাণ্ড প্রত্যক্ষ করে উপস্থিত মানুষ। চোখের সামনে নিশ্চিত মৃত্যু টের পেয়ে উদ্বিগ্ন মানুষ দেখে কীভাবে এক শিশু আরেক শিশুর প্রাণ বাঁচাচ্ছে। শিশু বেনির প্রচেষ্টায় অ্যানির গলা থেকে আপেলের টুকরোটি বের হওয়ার দৃশ্য সবাইকে বিস্মিত করে।

 

সর্বশেষ খবর