বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

অমীমাংসিত যত রহস্য

তানভীর আহমেদ

অমীমাংসিত যত রহস্য

পৃথিবীর খুব অল্পই আমাদের জানা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে এখনো এমন অসংখ্য নিদর্শন কৌতূহলী প্রশ্ন নিয়ে সবার সামনে দাঁড়িয়ে আছে যার উত্তর মেলেনি, মিলছে না। মানুষের জানার অদম্য বাসনা থেকেই এসব রহস্য ভেদ করতে মুখিয়ে আছেন গবেষকরা। বারমুডা ট্রায়াঙ্গেলে কেন নিখোঁজ হয় জাহাজ, কে বানাল নির্জন দ্বীপে বিশালাকার সব পাথরের মূর্তি, ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব কি সত্যি, স্কটল্যান্ডে দেখা যাওয়া সেই জলদানব এখন কোথায়? এসব প্রশ্নের উত্তর নেই বলেই রহস্যকে উসকে দিচ্ছে আজও। পৃথিবীর বহু অমীমাংসিত রহস্যের কয়েকটি নিয়ে আজকের রকমারি।

 

 

সর্বশেষ খবর