মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

পল বেডার্ড

পল বেডার্ড

কুমিরপ্রেমী যে মানুষটি জিমির সঙ্গে ছোটাছুটি করে প্রায় সময়ই নিজের গাঁটের পয়সা খরচ করে বাঁচান কুমিরদের আর পরম যত্নে তাদের নিজেদের স্বাভাবিক আর চিরচেনা স্বস্তিদায়ক পরিবেশ উপহার দেন তিনি হলেন পল বেডার্ড। ছোটবেলায় একটা ছোট্ট ব্যাঙ ধরতে পানিতে নামেন তিনি আর সেখান থেকেই শুরু হয় পানির জগতের সঙ্গে তার নিত্য বন্ধন। শুধু তাই নয়, নিত্যদিনের চলাচলে পল বেশ কুশলীও। পলের আরেকটি পরিচয় হলো তিনি ভালো একজন দৌড়বিদও। ফ্লোরিডার পর্যটকদের কাছে পল পরিচিত তার দেখানো কুমিরের সঙ্গে অহরহ কৌশল আর বন্ধুত্বের জন্য। খুব সহজেই কুমিরের মুখের ভিতরে নিজের মাথা ঢুকিয়ে দেন পল। এমনিতে এসব স্বাভাবিক হলেও মাঝেমধ্যে যে কিছু দুর্ঘটনা ঘটেনি তা নয়। একবার লাঙ্গ নামের এক কুমির বেশ ভালোভাবেই আক্রমণ করেছিল পলকে। সেবার অনেকটা আহত হয়েছিলেন তিনি। গেটর বয়েসে কাজ করা এই মানুষটি জীবনে বিয়ে করেননি। এর পরিবর্তে ঘর করে চলেছেন কুমির, সাপ, ভল্লুক আর প্যানথারদের সঙ্গে।

 

 

সর্বশেষ খবর