সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
ডাকসু নির্বাচন : বিশেষ আয়োজন

তিন স্টেক হোল্ডার তাদের দায়িত্বে সৎ থাকবে : মাহফুজা খানম

নিজস্ব প্রতিবেদক

তিন স্টেক হোল্ডার তাদের দায়িত্বে সৎ থাকবে : মাহফুজা খানম

ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম বলেছেন, দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে। এটা আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ নির্বাচনে তিনটি স্টেক হোল্ডার- বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী ও সরকার। তিন পক্ষই তাদের দায়িত্বে সৎ থাকবে। একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচন তারা উপহার দেবে এটা দেশবাসী চায়। বাংলাদেশ প্রতিদিনকে মাহফুজা খানম বলেন, শুধু ছাত্র আন্দোলন বা তাদের দাবি-দাওয়া নিয়েই নয়, আমাদের সার্বিক রাজনীতিতে ডাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এ ছয় দফা কিংবা ’৬৯-এ অসহযোগ আন্দোলন- সব ক্ষেত্রে ডাকসুর ভূমিকা অনস্বীকার্য। পরবর্তী সময়ে মহান মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল। ডাকসু শুধু আন্দোলন-সংগ্রামই নয়, আমাদের সামাজিক-সাংস্কৃতিক, শিক্ষামূলক কর্মকান্ডে এ ডাকসু ভূমিকা রেখেছে। নাটক, গান, কবিতা আবৃত্তি আয়োজন করে শিক্ষার্থীদের মেধা, মননশীলতায় ভূমিকা রেখেছে। আমরা চাই, ডাকসু তার পুরনো ঐতিহ্যে ফিরে আসবে। আর সে জন্য একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে। সব পক্ষ তাদের সঠিক ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবে। সব ছাত্র সংগঠন এ ভোটে অংশ নিয়েছে, এটা খুবই ভালো দিক। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দেবে এটাই প্রত্যাশা করি।

 

 

সর্বশেষ খবর