Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৭ নভেম্বর, ২০১৮ ২৩:৫৭

ঐক্যফ্রন্টে চমক

হঠাৎ আলোচনায় ড. রেজা কিবরিয়া

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

হঠাৎ আলোচনায় ড. রেজা কিবরিয়া

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হতে যাচ্ছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে— দু-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে। গত কয়েক বছর ধরেই আলোচনা চলছিল ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ থেকে নির্বাচন করতে যাচ্ছেন। তবে কোন দল বা জোট থেকে তিনি প্রার্থী হতে যাচ্ছেন তা স্পষ্ট ছিল না। অনেকেই অনেক ধারণার ওপর বিভিন্ন রকম মন্তব্য করছিলেন। অবশেষে তার এলাকা হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়নও কিনেন। এদিকে, ঐক্যফ্রন্ট থেকে তিনি প্রার্থী হওয়ার সংবাদে নিন্দা প্রকাশ করেছেন অনেক আওয়ামী লীগ নেতা-কর্মী। এ বিষয়ে জেলার সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর