৩১ অক্টোবর, ২০২০ ২০:১৩

নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বিগ্ন মার্কিন নাগরিকরা

অনলাইন ডেস্ক

নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বিগ্ন মার্কিন নাগরিকরা

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পর সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশটির বেশিরভাগ মানুষ। প্রতি চারজনের মধ্যে তিনজনই মনে করছেন, নির্বাচনের পর সহিংসতা ছড়িয়ে পড়বে। আর প্রতি চারজনের মধ্যে একজন বেশ আস্থার সঙ্গেই বলেছেন, নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। 

তারা বলছেন, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ট্রাম্প ক্ষমতা ছেড়ে দেবেন।

দৈনিক ইউএস টুডে এবং সাফোক ইউনিভারসিটি যৌথভাবে এ জরিপ পরিচালনা করেছে। তাতে দেখা যায়-মার্কিন এক-চতুর্থাংশ ভোটার সহিংসতার বিষয়ে উদ্বিগ্ন। জরিপের ফলাফলে বলা হয়েছে-চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কেউ কেউ সামরিক ক্যু’র আশংকা করছেন।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বলেছেন যে, তিনি নির্বাচনে হেরে গেলে ক্ষমতা ছাড়বেন না।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর