বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) উৎসবমুখর পরিবেশে প্রথম বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অত্যাবশ্যকীয় সেবা কেন্দ্রে প্রক্টর প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, পরিচালক (ছাত্রকল্যাণ), প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম ও শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।
বিগত ৬ মাস যাবৎ শিক্ষার্থীদের প্রাথমিক পর্যবেক্ষণের পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হলো। বিগত ছয় মাসে ১৩২ ব্যাগ রক্তের চাহিদাপত্র এসেছে, যার মধ্যে ৯৬ ব্যাগ ব্লাড দানে সক্ষম হয়েছে বশেমুরকৃবির শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এমআই