নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ১৫ অক্টোবর পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স) লি জুনহুয়ার মাঝে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্র সচিব ‘জুলাই-আগস্ট বিপ্লব’-এর আকাক্সক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত বাংলাদেশে চলমান সংস্কার কর্মসূচি সম্পর্কে তাকে অবহিত করেন। এ ছাড়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য পারস্পারিসক সম্পর্কের ভিত্তিতে, বিশেষত জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘকে প্রযুক্তি এবং নীতিগত সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন জাতিসংঘের স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের জ্যেষ্ঠ প্রতিনিধি (হাই রিপ্রেজেন্টেটিভ) রাবাব ফাতিমার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংস্কার কর্মসূচিতে জাতিসংঘের সহায়তা, এলডিসি হতে উত্তরণ এবং উত্তরণের সময় ও উত্তরণ-পরবর্তী ধাপে জাতিসংঘের সহায়তা এবং জাতিসংঘের নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বৃদ্ধিকরণের মতো বিষয়সমূহ তাদের আলোচনায় প্রাধান্য পায়।