আড়াইহাজারে গভীর রাতে ঘরে ঢুকে আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার সোনাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আলমগীর ওই গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। এ সময় স্বামীকে রক্ষা করতে গিয়ে স্ত্রী আসমা আক্তার (৩৫) ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আছমা আক্তার জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে আলমগীর শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় বোরকা পরা পাঁচ-ছয় দুর্বৃত্ত টিনশেড ভবনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আলমগীরকে পেটে ছুরিকাঘাত করে। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁকেও অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আলমগীরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আছমা আরও জানান, দুর্বৃত্তরা ঘরের জিনিসপত্র লুট করেনি। তাঁর স্বামীকে হত্যার উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, নিহতের সঙ্গে কারও পূর্বশত্রুতা ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যায় জড়িত তা নিয়ে তদন্ত চলছে। মামলার প্রস্তুতি চলছে।