নিখোঁজের চার দিন পর কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাটিকাবাড়ি গ্রামে পুকুর থেকে ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম আসাদুল (৫০)। তিনি মহাম্মদপুর গ্রামের আফসার আলীর ছেলে। ছিট কাপড়ের ব্যবসা করতেন। আসাদুলের স্ত্রী মাসুরা খাতুন জানান, মসজিদ কমিটি নিয়ে গ্রামের এক পক্ষের সঙ্গে তার স্বামীর দ্বন্দ্ব চলছিল। এর জেরে গত সোমবার সন্ধ্যার পর ২০-৩০ জন তাদের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তখন স্বামী প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা ধাওয়া করে।
এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার দুপুরে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখেন। পরনের গেঞ্জি দেখে স্বজনরা আসাদুলের লাশ বলে শনাক্ত করেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পরিদর্শক-তদন্ত রাকিবুল হাসান জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গলে যাওয়ায় শরীরের অন্য কোথাও আঘাত আছে কি না বোঝা যায়নি। তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।