নেত্রকোনার কলমাকান্দায় তিন চোরাকারবারিকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৮০ বস্তা চিনি ও ৫০০ কম্বল। আটকরা হলেন শহিদুল ইসলাম, মোহাম্মদ মৌলা মিয়া ও হুমায়ুন কবির। গতকাল পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মেজর জিসানুল হায়দার। তিনি জানান, শুক্রবার ভোর ৫টার দিকে কলমাকান্দা উপজেলার ইশবপুর গ্রামে ওয়ারেন্ট অফিসার শফিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালায়। অভিযানে আটক হন তিনজন। তাদের বাড়ি ও দোকান থেকে ৮০ বস্তা চিনি ও ৫০০ কম্বল জব্দ করা হয়। স্থানীয় তথ্যের বরাত দিয়ে সেনাবাহিনীর এ কর্মকর্তা জানান, চক্রের সঙ্গে অনেকেই জড়িত।
চোরাচালানকারী চক্রের হোতাদের আটকের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দ মালামাল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সরকারি হেফাজতে দেওয়া হবে।