শিক্ষার্থীদের অনুরোধে পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে বুধবার তিনি এ সিদ্ধান্ত নেন। সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে। তার পদত্যাগের কারণে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাকে অনুরোধ করায় পদত্যাগ প্রত্যাহার করেছেন।