শেরপুরের নালিতাবাড়ীতে তিন কিলোমিটার সড়কের জন্য দুর্ভোগের শিকার হচ্ছেন ওই এলাকার হাজার হাজার মানুষ। মসজিদ, মাদরাসা, কবরস্থান, ঈদগাহ মাঠে যাওয়ার একমাত্র সড়কটি সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। উপজেলার কাকরকান্দী ইউনিয়নের বিন্নিবাড়ী গ্রামের এই সড়ক পাকা করার দাবী জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা জানায়, উপজেলার বিন্নিবাড়ী গ্রামে পূর্ব ও পশ্চিমে দুটি মসজিদ রয়েছে। এই এলাকার মানুষের বাজারে চলাচলের একমাত্র সড়ক এটি। শুকনো মৌসুমে এ সড়কে সৃষ্টি হওয়া গর্ত পেরিয়ে গাড়ি চলাচল করলেও সামান্য বৃষ্টি হলেই তা যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়। কৃষকের উৎপাদন করা ফসলসহ বিভিন্ন পণ্যসামগ্রী আনা-নেওয়া দূরহ হয়ে পড়ে। এ ছাড়াও এ সড়ক সংলগ্ন মসজিদ, মাদরাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ রয়েছে। সামান্য বৃষ্টি হলেই মাদরাসায় শিক্ষার্থী কমে যায়, জানান তারা। শিক্ষার্থী আবু হাসান সুমন(৯)বলেন, একটু বৃষ্টি হইলেই আমরা এই রাস্তা দিয়া মাদরাসায় যেতে পারি না। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম বলেন, ওই সড়ক আইডিতে পড়ছে কি না দেখতে হবে। আইডিতে পড়লে যে কোন প্রকল্পের মাধ্যমে পাকা করা হবে। এরপরেও আমি লোক পাঠিয়ে ওই রাস্তাটি দেখার ব্যবস্থা করবো।