বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভোলায় শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মত?বিনিময় করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা। ভোলা শিল্পকলা একাডেমিতে গতকাল বিকালে এ মতবিনিময় সভা হয়। উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার শীল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক রাসেল মাহমুদ, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সদস্য নিশাত আহমেদ, রিয়াজ উদ্দিন সাকিব প্রমুখ। আন্দোলনে ভোলার নিহত সুজনের বাবা সিরাজুল ইসলাম, লিজা আক্তরের ভাই মো. রাকিব, আরিফের বড় বোন রুমা স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। হত্যার বিচার চান তারা। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক রাসেল মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছেন। এতে ভোলার ৪৬ জন শহীদ নিহত হয়েছেন।