মাগুরা শ্রীপুরে সব্দালপুর বাজারে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়। আহতদের মধ্যে ১৩ জনকে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরিদর্শক গৌতম ঠাকুর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এখনো কেউ আটক হননি।