চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত পাচারের সময় ইলিশ মাছসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। এ সময় ভারতীয় ট্রাকের চালক অলক ম লকে (২২) আটক করা হয়েছে। গতকাল সকালে সোনামসজিদ এলাকায় এ অভিযান চালায় রহনপুর ব্যাটালিয়ন-৫৯ বিজিবির সদস্যরা। আটক অলক পশ্চিমবাংলার মালদহ জেলার ইংরেজ বাজার থানার রনজিত ম লের ছেলে। রহনপুর ব্যাটালিয়ন-৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সকালে খালি ট্রাকগুলোতে তল্লাশি চালায়। ভারতীয় খালি একটি ট্রাকের বক্সের ভিতর থেকে সাড়ে ১৭ কেজি ইলিশ মাছ উদ্ধার করে। পরে ট্রাক জব্দসহ ভারতীয় চালক অলক ম লকে আটক করা হয়।