গাজীপুরে হাত-পা বেঁধে আঙুল কেটে অজ্ঞাত এক যুবককে (৩৩) হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গতকাল মহানগরীর সদর থানার সামন্তপুর এলাকার একটি জঙ্গল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওসি মো. আরিফুর রহমান জানান, ওই যুবকের দুই হাতের বৃদ্ধাঙুল দুইটি ছাড়া অন্য আটটি আঙুল কেটে ফেলা হয়েছে। দুই দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা। লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লাশের পাশ থেকে একটি চাপাতি ও কিছু রশি উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও সাদা টি-সার্ট ছিল। অন্তত তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।