মাদারীপুরের ডাসারে শিশু ধর্ষণ মামলা করায় বাদীর পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যা ও তুলে নিয়ে ফের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভূরঘাটা প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। এ সময় উপস্থিত ছিলেন শিশুর স্বজন ও স্থানীয়রা। লিখিত বক্তব্যে শিশুর মা বলেন, তার মেয়েকে উপজেলার পূর্ব খান্দুলী গ্রামের জহুর উদ্দিন ফরাজীর ছেলে নুর মোহাম্মদ ঘরে ডেকে নিয়ে কয়েকদিন ধর্ষণের চেষ্টা চালায়। তাকে নিষেধ করার পরও গত মঙ্গলবার সকালে আবার আমার শিশুকন্যাকে তার বসতঘরে নিয়ে পাশবিক নির্যাতনের চেষ্টা করে। এ ঘটনায় পরদিন থানায় ধর্ষণ মামলা করি। মামলা তুলে নেওয়ার জন্য আসামি পক্ষের লোকজন আমার পরিবারের সদস্যদের পুড়ে মারার হুমকি দিচ্ছে। মেয়েদের তুলে নিয়ে ফের ধর্ষণের ভয় দেখাচ্ছে। আতঙ্কে পরিবারের সবাই এলাকা ছেড়েছি। ওসি মাহামুদ উল হাসান বলেন, আমি আইন অনুযায়ী মামলা নিয়েছি।