নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিমের মূল্যে কারসাজি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বিকেলে নারায়ণগঞ্জ জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স সাদ এন্টারপ্রাইজ ও মেসার্স হীরা এন্টারপ্রাইজ। তাদের মধ্যে সাদ এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা এবং হীরা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, পাকা রশিদে লিখিত মূল্যের সাথে এস এম এসে প্রদানকৃত মূলের মিল পাওয়া যায়নি। সেই সাথে মূল্য তালিকা প্রদর্শন করা ছিলো না। তাই এ জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম