বগুড়ায় ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় রেজাউল করিম (৫৫)। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সূত্রাপুর এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত রেজাউল করিম ওই এলাকার মৃত আবুল কাশেম কাঞ্চুর ছেলে। অভিযুক্ত ভাতিজা সিফাত (৩৫) একই এলাকার আব্দুল মজিদ মানিকের ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সুত্রাপুর এলাকায় পারিবারিক কলহের জের ধরে ভাতিজা সিফাত তার চাচা রেজাউল করিমকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
বিডি প্রতিদিন/এএম