নীলফামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে চিত্র প্রদর্শনী করা হয়। শনিবার সকাল দশটায় নীলফামারী সরকারি কলেজ বধ্যভূমিতে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এছাড়া পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা স্বাস্থ্য বিভাগ, সদর উপজেলা প্রশাসন, নীলফামারী প্রেসক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সরকারি দপ্তর পুষ্পমাল্য অর্পণ করে।
পরে নীলফামারী সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন নীলফামারী সরকারি কলেজ অধ্যক্ষ মাহবুব উর রহমান ভূঁইয়া।
এদিকে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজু পারভেজের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।
বিডিপ্রতিদিন/কবিরুল